প্রসূনঃ ৩২-৩৩ তম যুগ্ম সংখ্যা
প্রসূন এর এই ৩২-৩৩ তম যুগ্ম সংখ্যাটি প্রকাশিত হয় ২০১০ ইং সনে। এই সংখ্যাটি সাজানো হয়েছে মজার মজার কিছু প্রবন্ধ, গল্প, ছড়া, কবিতা, কৌতুক, ধাঁধাঁ দিয়ে যেগুলি পড়লে আপনার অনেক ভালো লাগবে। ফিরে যেতে মন চাইবে সেই শৈশবে।
আমরা হয়তোবা প্রসূন এর সবগুলো সংখ্যা আপনাদের সামনে তুলে ধরতে পারবো না, তবে চেস্টা করছি সর্বোচ্চ সংখ্যক তুলে ধরতে। এখানে আপডেট হতে থাকবে নিয়মিত। কাজেই লিংকটি শেয়ার দিয়ে অথবা আমাদের ফেসবুক পেজ এ লাইক দিয়ে আমাদের সাথে কানেক্টেড থাকার অনুরোধ রইলো।
বিঃদ্রঃ প্রসূন এর কোন পার্ট এর লিংক যদি কাজ না করে তাহলে অনুগ্রহ করে প্রসূন হেল্পলাইন এ মেসেজ দিন। মেসেজে অবশ্যই প্রসূন কোডটি উল্লেখ করুন। প্রসূন কোড কভার পেজ অথবা টাইটেল এ দেওয়া থাকবে।
